শরীয়তপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আওয়ামীলীগ কার্যালয়,আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধ-নমিত রাখা হয়।এরপরে সকাল সাড়ে নয়টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলাবাসীর পক্ষে প্রথমে শরীয়তপুর ১আসনের সংসদ সদস্য,জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আওয়ামীলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে পর্যায়ক্রমে রাজনৈতিক সংগঠন, সরকারী-বেসরকারী অফিস ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে জেলা শহরে র্যালি ও শরীয়তপুর সদর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ীমীলীগের কেন্দ্রী কমিটির সদস্য ও শরীয়তপুর ১আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, নুর মোহাম্মদ কোতোয়াল প্রমুখ, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।