পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ূ পরিবর্তনে বিরুপ প্রভাব ও বজ্রপাত নিরসনে সহয়তাকারী হিসেবে তাল বীজ রোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা বারোটায় বেসরকারী উন্নয়ন সংস্থা রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের (রিও) আয়োজনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারায় এ তাল বীজ রোপন করা হয়।
রিওর চেয়ারম্যান সাঈদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজনুর রহমান বুলেট, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, সাংবাদিক ফরিদ উদ্দিন বিপু প্রমুখ।
এসময় নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রাম থেকে দৌলতপুর স্লুইজ পর্যন্ত মোট ৪ কিলোমিটারের সড়কের দুই পাশে প্রায় তিন হাজার তালের বীজ রোপন করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।