রাজধানীর মতিঝিলে পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় দুজনকে ধরে মারধর ও পুলিশের হাতে তুলে দিয়েছেন সেখানকার জনগণ। আটকদের একজন বংশাল থানার পুলিশ কনস্টেবল মামুন বলে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন ঊর্ধতন কর্মকর্তা। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী রকিবুল হাসান। তিনি বলেন, পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় দুজনকে ধরে পুলিশে দিয়েছে জনতা। তারা নিজেদের পুলিশ সদস্য দাবি করলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। ছিনতাইয়ের সময় তাদের সঙ্গে থাকা মোটর সাইকেলটিও জব্দ করেছে পুলিশ। জব্দ হওয়া মোটরসাইকেলটির (ঢাকা মেট্টো ল ২৪-৩৬৯৯) সামনে পুলিশ লেখা রয়েছে।
মতিঝিল থানার এসআই এরশাদ হোসেন বলেন, ছিনতাইয়ের অভিযোগে দুজনকে থানা হাজতে রাখা হয়েছে। আসলেই কি ঘটেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। যার টাকা ছিনতাই করা হচ্ছিল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের সরকারি নম্বরে বেশ কয়েকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি যমুনা ব্যাংকের মতিঝিল শাখা থেকে ১০ লাখ টাকা উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তায় দুজন এসে তার সামনে দাঁড়ায়। এসময় তারা নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দিয়ে তাকে মোটর সাইকেলে বসতে বলেন। কিন্তু লোকটি টাকা নিয়ে মোটরসাইকেলে না ওঠায় হেলমেট দিয়ে তার মাথায় আঘাত করে দুই ব্যক্তির একজন। এসময় মাথা ফেটে রক্ত বের হলে লোকটি রাস্তায় পড়ে যায়। তখন টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেল স্টার্ট করে পালিয়ে যাওয়ার সময় ওই দুইজনকে জনতা ধাওয়া দিয়ে ধরে ফেলে। তখন তারা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয় এবং থানায় খবর দিতে বলে। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।