শরীয়তপুরে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গু রোগী। গত চার দিনে শরীয়তপুর সদর হাসপাতালে ১৫ জন রোগীকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত বয়সের ডেঙ্গু রোগী রয়েছে। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রোগিরা হলেন, সাথী আক্তার (১৯), সায়রা আক্তার (১৭) রাবেয়া আক্তার (২৮), তাছলিমা বেগম (৪০), পুম্পা আক্তার (২০), শহীদুল ইসলাম (৮), কহিনূর বেগম (৫০), ফারিহা আকতআর (৫), কহিনূর বেগম (৪০), খুকু মণি (৪০), ফাহমিদা (২), শুভ চন্দ্র মন্ডল (২০), মাসুদ রানা (২২) ও আলী আজগর (৬৬)।
শনিবার চিকিৎসারত ডেঙ্গু রোগীর খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে আসেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের, পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আব্দুল্লাহ বলেন, সারা দেশের ন্যায় শরীয়তপুরে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ৪ দিনের শরীয়তপুর সদর হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা ইতিমধ্যে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। এর মধ্যে হাসপাতাল ও হাসপাতাল প্রাঙ্গন বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালে হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। সেখানে সার্বক্ষনিক আমাদের স্বাস্থ্যকর্মী রয়েছেন এবং তারা হাসপাতালে আগত রোগীদের ডেঙ্গু বিষয়ে কাউন্সেলিং করছেন।
তাছাড়া ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য আমরা আইসোলুশন ওয়ার্ড স্থাপন করেছি। সেখানে ডেঙ্গু রোগীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করেছি। হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার সব ধরণের অষুধ আমরা প্রস্তুত রেখেছি। শুধু তাই নয়, পরীক্ষা নিরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থায় কিট সংগ্রহ করেছি। হাসপাতালে রোগী আসলে কোন সমস্যায় পড়বে না। এ ব্যাপারে আমরা সচেতন আছি। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগে কর্মরত সকল চিকিৎসক ও কর্মচারীদের ছুটি বাতিল করেছেন। ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত ভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাবো।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।