কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত কয়েকঘন্টা ব্যাপী অভিযানে অনৈতিক কাজের অভিযোগে ২০ নারী ও ১৬ পুরুষকে গ্রেফতার করা হয়েছে।
কোতয়ালি মডেল থানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (অপারেশন) এস এম আরিফুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান অভিযান পরিচালণা করা হয়। এ সময় অশ্লীল ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ১৬ জন পুরুষ ও ২০ জন মহিলাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বর্তমানে থানা হাজতে আছে।
এই ব্যাপারে কোতয়ালী মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক জানান, এই অশ্লীল ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। অশ্লীল ও অনৈতিক কার্যকলাপের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদেরকে আইন আমলে নিয়ে আসা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।