
প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ২২:৪০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে বসে রোগী দেখার সময় ভুয়া এমবিবিএস ডাক্তার মোস্তাক আহমেদ করিমকে আটক করে র্যাব-১১। সোমবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড় হক সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় পাঁচজন রোগী উপস্থিত ছিলেন। এর মধ্যে দুজন ছিলেন পুরোনো রোগী। তারা আসছেন ডাক্তারের দেওয়া এক্স-রে ও রক্ত পরীক্ষার রিপোর্ট দেখাতে। ধৃত করিম কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সালেহাকান্দি এলাকার মৃত রহিম মণ্ডলের ছেলে। ভাড়া বাসায় থাকেন ঢাকার যাত্রাবাড়ী এলাকায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব