কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে করে এবার ধানের বাম্পার ফলন হবে। তাই এবারও ধানের দাম কমে যেতে পারে। এ থেকে কৃষকদের সুরক্ষা দিতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার পাশাপাশি কয়েকটি সারের দাম কমানোর প্রস্তাব করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারের দাম কমানোর জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন রয়েছে। তাই এ অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।