দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তনি তার স্বামীর মৃত্যুর বিষয়টি নিজের ফেসবুকে নিশ্চিত করেছেন।
তনি ফেসবুকে লেখেন, "সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।" তার পোস্টে শোক ও সমবেদনার ঢল নেমেছে। অসংখ্য অনুগামী ও শুভাকাঙ্ক্ষী তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
কয়েক মাস আগে শাহাদাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সেই সময়ও তনি সামাজিক মাধ্যমে স্বামীর অসুস্থতার কথা জানিয়ে বলেছিলেন, "জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না।"
তনির পোস্টে উঠে আসে তাদের পারস্পরিক ভালোবাসা ও গভীর সম্পর্কের কথা। তিনি তার স্বামীকে নিজের জীবনের শক্তি ও সমর্থন হিসেবে উল্লেখ করেছিলেন। স্বামীর প্রতি তার আবেগঘন বার্তা অনেককে আবেগাপ্লুত করেছে।
ব্যাংককে চিকিৎসারত অবস্থায় তনি তার স্বামীর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। চিকিৎসার ব্যয় ও প্রয়োজনীয় তথ্য নিয়েও তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। তবে সব চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শাহাদাৎ হোসাইনের মৃত্যুতে তনির ব্যক্তিগত জীবন একটি গভীর শোকের অধ্যায়ে প্রবেশ করেছে। তার অনুগামীরা মনে করেন, এই কঠিন সময়ে তনির মানসিক শক্তি ও সাহসই তাকে এগিয়ে যেতে সাহায্য করবে।
রোবাইয়াত ফাতিমা তনি দেশের নারীদের কাছে অনুপ্রেরণার একটি নাম। তিনি তার কাজ ও সমাজে ইতিবাচক প্রভাবের জন্য পরিচিত। এই শোকের মুহূর্তেও তিনি তার ভক্তদের সঙ্গে সত্যতার সম্পর্ক বজায় রেখেছেন।
শাহাদাৎ হোসাইনের মৃত্যুতে তার পরিবার, বন্ধু-বান্ধব ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। সকলেই তার আত্মার শান্তি কামনা করছে এবং তনির প্রতি সমবেদনা জানাচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।