র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাংগা থানাধীন বাবুরচর ব্রাহ্মনপাড়া গ্রাম এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ প্রেক্ষিতে ২৯/০৭/২০১৯ ইং তারিখ দুপুরে গোপন উৎস থেকে বাবুরচর ব্রাহ্মনপাড়া গ্রামস্থ জনৈক মাহবুবুর রহমানের বাড়ির নিকটে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে বলে সংবাদ পাওয়া গেলে উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিসি-২, ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ মজনু শিকদার(২৬), পিতা- মৃত আকব্বর শিকদার @ আকবর, সাং- বাবুরচর ব্রাহ্মনপাড়া, ইউপি- আজিনগর, থানা- ভাংগা, জেলা- ফরিদপুরকে আটক করে।
এ সময় আসামীর হেফাজত থেকে ১৬ (ষোল) পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি সীমকার্ডসহ ০২টি মোবাইল সেট ও মাদক বিক্রিত নগদ ২৬,০০০/- টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামী মোঃ মজনু শিকদার(২৬) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ফরিদপুর জেলার ভাংগা থানাসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রির করে থাকে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর জেলার ভাংগা থানায় হস্তান্ত করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটা মামলা প্রক্রিয়াধীন আছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।