মির্জাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীসহ জামানত হারালেন ৮ জন

নিজস্ব প্রতিবেদক
উত্তম গোলদার
প্রকাশিত: বুধবার ৩রা এপ্রিল ২০১৯ ০৭:১৩ অপরাহ্ন
মির্জাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীসহ জামানত হারালেন ৮ জন

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র ভাইস চেয়ারম্যানসহ ৮ জন প্রার্থী জামানত হারাচ্ছেন। প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয় বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। জামানত বাজেয়াপ্ত হয়েছে তাঁর হলেন-উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ন্যাশনাল পিপল্স পাটি(এনপিপি) পার্টির মোঃ আঃ রাজ্জাক(আম মার্কা নিয়ে ১০৪ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও দেউলী সুবিদখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোবারক আলী মুন্সী(আনারস মার্কা নিয়ে ৪৪৫ ভোট)। 

ভাইস-চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শ্রমিকলীগ নেতা মোঃ মাহাবুবুর রহমান খান(চশমা মার্কা নিয়ে ২,৩৫৪ ভোট),মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমির হোসেন সিকদার (টিউবয়েল মার্কা নিয়ে ৪,২৩৩ ভোট) ও মোঃ রফিকুল ইসলাম (তালা মার্কা নিয়ে ২,৭০৬ ভোট) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মির্জাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী মাহ্বুবা মোর্শেদা রানু (প্রজাপতি মার্কা নিয়ে ২,৮২৪ ভোট),আওয়ামীলীগ নেত্রী মোসাঃ ফারজানা ইসলাম (পদ্মফুল মার্কা নিয়ে ২,৩০০ ভোট) ও মোসাঃ নাসরিন আক্তার রুবি রহমান(ফুটবল মার্কা নিয়ে ২,৩৬৬ ভোট)।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,মির্জাগঞ্জে মোট ভোটার সংখ্যা ৯১ হাজার ১৬১ জন,পুরুষ ভোটার ৪৫ হাজার ৬৭৪ জন,নারী ভোটার ৪৫ হাজার ৪৮৭ জন। এরমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে ৪২% ভোট পড়েছে। প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয় বলে উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুর রহমান জানান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব