দুই সপ্তাহ চিকিৎসা শেষে বাড়ি ফিরে গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: শুক্রবার ২২শে ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪৬ অপরাহ্ন
দুই সপ্তাহ চিকিৎসা শেষে বাড়ি ফিরে গৃহবধুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় বিষ পান করে দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে মারা গেছে এক গৃহবধু। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।  পরিবার ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুপুর গ্রামের অমল বাড়ৈর স্ত্রী দুই সন্তারে জননী মালতী রানী বাড়ৈ (২৭) গত ৬ ফেব্রুয়ারি দুপুরে বিষ পান করলে তাকে ওই দিনই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন চিকিৎসকেরা। ১০ ফেব্রুয়ারি মালতীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করলে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে মালতী।

দুই সপ্তাহ আগৈলঝাড়া ও বরিশাল চিকিৎসা শেষে ২০ ফেব্রুয়ারি বাড়ি ফিরে ওই দিন গভীর রাতে মারা যায় মালতী। খবর পেয়ে ওসি (তদন্ত) নকিব আকরাম ও এসআই দেলোয়ার হোসেন বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে মালতীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসআই দেলোয়ার হোসেন জানান, গৃহবধুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে,নং-৫(২১.২.১৯)। শুক্রবার সকালে মালতীর লাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব