বাংলাদেশ আজ খাদ্যে উদ্বৃত্ত দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৯ই জানুয়ারী ২০১৯ ০৫:০৮ অপরাহ্ন
বাংলাদেশ আজ খাদ্যে উদ্বৃত্ত দেশ

নবনিযুক্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী পাঁচ বছরে আমরা বাংলাদেশকে আরও বদলে দেব। বাংলাদেশের যে উন্নয়ন ও অগ্রগতি শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। বুধবার জাতির জনক বঙ্গকন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রীদের যে চ্যালেঞ্জ মোকাবেলা করার দায়িত্ব দিয়েছেন তা তারা অবশ্যই বাস্তবায়ন করতে পারবে। ১০ বছর আগে যে বাংলাদেশ ছিল এখন কিন্তু সে অবস্থা নেই। বাংলাদেশ আজ খাদ্যে উদ্বৃত্ত দেশ। সরকার যে মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছে আমরা তা বাস্তবায়ন করব।

ইনিউজ ৭১/এম.আর