ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ মূল্য ফসল প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৯ই জানুয়ারী ২০১৯ ০১:১৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ মূল্য ফসল প্রদর্শনী অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ভার্মি কম্পোস্ট সার ব্যাহার করে উচ্চমূল্য ফসল ফুলকপি ও বাধাঁকপির মাঠ প্রদর্শনী অনুষ্টিত হয়েছে।আজ বুধবার সকালে সদর উপজেলার সুহিলপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে  ফসল মাঠ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মুন্সি তোফায়েল হোসেন, কৃষি  সম্প্রসারণ অফিসার শাহেনা বেগম,উপ সহকারী কৃষি অফিসার  আমেনা খাতুন।কৃষি বিভাগ জানায়,চলতি মৌসুমে সদর উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় ৭৭৭ জাতের উচ্চমূল্য ফসল ভার্মি কম্পোস্ট স্যার ব্যাবহার করে বাধাঁকপি,ফুলকপি,টমেটো,ধনিয়া পাতা, লালশাক প্রভূতি ফসলের বাম্পার ফলন হয়েছে। মিরহাটি গ্রামের  কৃষাণী আলেয়া বেগম বলেন,ভার্মি কম্পোস্ট সার ব্যাবহার করার ফলে,আমার জমিতে বাধাঁকপি,ফুলকপি,টমেটো,ধনিয়া পাতা, লালশাক প্রভূতি ফসলের  বাম্পার ফলন হয়েছে।

সুহিলপুর মিরহাটির কৃষক মো. সাত্তার মিয়া জানান, সদর উপজেলা কৃষি বিভাগের পরামর্শে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করেছি এবং জমিতে ফলন ভালো হয়ছে। সুহিলপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা  আমেনা খাতুন বলেন,কৃষকদের সবরকম সহযোগিতা আমরা করে থাকি। কৃষি  সম্প্রসারণ অফিসার শাহেনা বেগম বলেন,কৃষি বিভাগ ফসলের উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষক/কৃষানীদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে।সদর উপজেলা কৃষি অফিসার মুন্সি তোফায়েল হোসেন জানান, ভার্মি কম্পোস্ট সার ব্যাবহার করার ফলে কৃষকরা বাধাঁকপি,ফুলকপি,টমেটো,ধনিয়া পাতা, লালশাক প্রভূতি ফসলের  বাম্পার ফলন হয়েছে।তিনি বলেন, এ সার অন্য সারের তুলনায় চার গুন বেশি শক্তিশালী যা ফসল উৎপাদনে সহায়ক। এতে কৃষকরা লাভবান ও স্বালম্বি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব