প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১
আগামী জাতীয় নির্বাচনের আগে সময় পাওয়া গেলে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে বাস্তবায়নের দায়িত্ব থাকবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর।
সম্প্রতি এক জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইতোমধ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দেশের আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রেখে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা জানান, সরকারের পরিকল্পনা হলো সময়োপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা। তবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ব্যস্ততা থাকায় এর আগে নতুন কাঠামো বাস্তবায়ন সম্ভব হবে না।
তিনি স্পষ্ট করেন, যদি সময় পাওয়া যায় তাহলে ঘোষণা দেওয়া হবে, তবে বাস্তবায়ন নতুন সরকার করবে। এভাবেই সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুসংহত কাঠামো নিশ্চিত করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার।
জানা গেছে, গত জুলাইয়ে গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং ১৪ আগস্ট তাদের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।
সেই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে আলোচনা হয়েছে নতুন বেতন কাঠামো কতটা প্রয়োজনীয় এবং বাস্তবসম্মত হতে পারে সে বিষয়ে।
অর্থ উপদেষ্টা আরও জানান, নতুন কাঠামো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পেতে থাকবেন। অর্থ বিভাগ এই পরিকল্পনাতেই এগিয়ে যাচ্ছে।
সবশেষে তিনি বলেন, কমিশনের সুপারিশমালা জমা পড়লে সরকার একটি কাঠামো চূড়ান্ত করবে। এরপর নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় এসে সেটি বাস্তবায়ন করবে।