প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৫৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পর এবারই প্রথমবারের মতো দেশটির দুই ডেপুটি আন্ডার সেক্রেটারি ঢাকা সফরে আসছেন। তিন দিনের এই দ্বিপাক্ষিক সফরে বুধবার ভোরে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও সহযোগিতার পথ খোঁজা।