প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৬:১৫
ভারত থেকে সুতা আমদানির ক্ষেত্রে বেশ কয়েকটি স্থলবন্দরে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়, বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে আর কোনোভাবেই সুতা আমদানি করা যাবে না। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পূর্বে জারি করা ২০২৪ সালের ২৭ আগস্টের প্রজ্ঞাপন সংশোধন করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।