প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২১:৫৫
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে চাঁদা দাবির জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে বাবুরহাট বাজার এলাকায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১১ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।