প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৫:৫৪
ফিলিস্তিনের নিরীহ জনগণের প্রতি সংহতি জানিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’ শীর্ষক গণসমাবেশ। শনিবার দুপুর তিনটার পর কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ব্যানার-ফেস্টুন, পতাকা ও প্রতিবাদী স্লোগান নিয়ে এই কর্মসূচিতে যোগ দেন।