দৃশ্যমান বিচার ও সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচন করবো : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে মার্চ ২০২৫ ০৯:৫৭ অপরাহ্ন
দৃশ্যমান বিচার ও সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচন করবো : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের মৌলিক ও গুণগত সংস্কারের ভিত্তিতেই নির্বাচনের দিকে যাবেন তারা। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাবে এনসিপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।


নাহিদ ইসলাম বলেন, "আমরা অনেক জায়গায় বলেছি, নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। ছাত্র জনতা রক্ত দিয়ে এই সরকার এনেছে। আমাদের মৌলিক ও গুণগত সংস্কার করতে হবে। এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই করতে হবে।" তিনি আরও বলেন, "একটি সময়সীমা দেওয়া হয়েছে। সেই সময়সীমার মধ্যে আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চাই। আমরা গণঅভ্যুত্থানের সঙ্গে আপস করে কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতা করব না।"


এসময় নাহিদ ইসলাম দেশের পরিবর্তন নিয়ে কথা বলেন। তিনি বলেন, "বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তন বাংলাদেশের বিপ্লবী ছাত্রজনতার হাত ধরে এসেছে। সেই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটি নতুন রাজনৈতিক দল করেছি। জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক সূচনা।"


তিনি বলেন, "ক্ষমতার চেয়ে জনতা আমাদের কাছে সব সময় গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বের জায়গা থেকেই রাজপথে নেমে এসেছি।" নাহিদ ইসলাম আরও বলেন, "যারা পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারবে না, তারা হারিয়ে যাবে কালের গর্ভে। আমাদের গণঅভ্যুত্থান এবং বর্তমান যাত্রা পুরানো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা।"


নাহিদ ইসলাম দেশের রাজনীতিতে পরিবর্তন আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, "আমরা সত্যিকার অর্থেই একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চাই। আমরা পুরানো রাজনীতি চাই না।" এসময় তিনি ছাত্র-জনতার ভূমিকা নিয়ে বলেন, "ছাত্র-জনতা বাংলাদেশের জনগণকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। এই স্বাধীনতা রক্ষায় ছাত্র-জনতা কাজ করবে।"


তিনি বলেন, "চাঁদাবাজি, দখলদারত্বের সঙ্গে কখনো আপস করব না। প্রথমে আমাদের নিজেদের পরিশুদ্ধ করতে হবে।" তিনি জানান, এনসিপি’র বিভিন্ন অঙ্গ সংগঠন তৈরি হচ্ছে এবং সেখানে সবাইকে ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।


তিনি আরও বলেন, "জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে বলেছে, আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের মৌলিক ও গুণগত সংস্কারের ভিত্তিতেই নির্বাচনের দিকে যাব।" তিনি জানিয়ে দেন, রমজানের পর এনসিপির কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবে।


এসময় তিনি ছাত্র সমন্বয়কদের জন্য বলেন, "দেশব্যাপী যারা নতুন রাজনীতি করতে চাইছেন, তাদের চরিত্রহননের চেষ্টা চলছে। নানা ধরনের মিথ্যা অভিযোগ আসছে। কিন্তু বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হবেন না।"


মতবিনিময় সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।