সংস্কার নিশ্চিতের আগে জাতীয় নির্বাচন চায় না জামায়াত

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪৯ অপরাহ্ন
সংস্কার নিশ্চিতের আগে জাতীয় নির্বাচন চায় না জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সুষ্ঠু প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কার নিশ্চিত না করে জাতীয় নির্বাচন আয়োজন করা যাবে না। তিনি বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে, যাতে জনগণ তাদের সেবা নিশ্চিত করতে পারে। শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন।  


তিনি বলেন, চাঁদাবাজি ইসলামে হারাম, বরং আল্লাহ ভিক্ষাকে হালাল করেছেন। যারা অবৈধ উপায়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করেন, তাদের উচিত এ পথ পরিহার করা। যদি কেউ প্রকৃত অর্থে সমস্যায় থাকে, জামায়াত তাদের সহযোগিতা করতে প্রস্তুত, তবে চাঁদাবাজি সমাজের জন্য ক্ষতিকর বলে তিনি মন্তব্য করেন।  


তিনি আরও বলেন, দেশে এমন একটি নির্বাচনী ব্যবস্থা থাকা উচিত, যেখানে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে এবং কেউ বঞ্চিত হবে না। তিনি পিআরআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন, যা সবার অংশগ্রহণ নিশ্চিত করবে এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।  


পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। সভা পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।  


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, সাবেক জেলা আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।  


এছাড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, মুহাদ্দিস আবু নসর আশরাফী, শহর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন, ফরিদগঞ্জ আমির ইউনুস হেলাল, শাহরাস্তি আমির মোস্তাফা কামাল, হাজীগঞ্জ উপজেলা আমির কলিম উল্লাহ, পৌরসভা আমির আবুল হাসানাত, ছাত্রশিবিরের শহর সভাপতি মোহররম আলী ও জেলা সভাপতি ইব্রাহীম খলিল বক্তব্য রাখেন।  


পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী। সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  


পথসভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। তাই নির্বাচনের আগে সুষ্ঠু প্রশাসনিক সংস্কার জরুরি। তাদের দাবি, রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে তবেই জাতীয় নির্বাচন দিতে হবে।