প্রকাশ: ২৩ মে ২০২০, ১৯:৩৪
ঈদে ঘরমুখো যাত্রীদের স্রোত নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে। শনিবার (২৩ মে) ভোরের আলো ফুটতে না ফুটতেই ফেরিতে যাত্রীদের ভিড় দেখা গেছে।রাজধানী ঢাকা থেকে সড়ক পথে শিমুলিয়া ফেরিঘাটে এসে ফেরিতে পদ্মা নদী পার হয়ে কাঁঠালবাড়ী আসছেন যাত্রীরা। ঈদকে সামনে রেখে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা থেকে ফিরতে শুরু করেছেন শ্রমজীবীসহ বিভিন্ন পেশার মানুষ। গণপরিবহন বন্ধ থাকার কারণে কাঁঠালবাড়ী ঘাটে এসে বিপাকে পড়ছেন যাত্রীরা।
কেউ হেঁটে আবার কেউ ছোট যানবাহনে করে নিজ নিজ গন্তব্যে ছুটছেন।এদিকে কাঁঠালবাড়ী ফেরি ঘাটে ঢাকাগামী যানবাহন ও যাত্রীর চাপ না থাকায় কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে খালি ফেরিগুলো ছেড়ে যাচ্ছে। সরকারের ঘোষণা অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও ফেরিযোগে নদী পাড়ি দিচ্ছেন সাধারণ যাত্রীরা।