গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের আষাড়িয়াবাড়ি গ্রামের দরিদ্র কৃষক বাহাদুর আলীর ৫ বিঘা জমির ধান কেটে দিয়েছেন কালিয়াকৈর উপজেলার কৃষকলীগের নেতাকর্মীরা।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক নেতাকর্মীদের নিয়ে তারা জমির ধান কাটেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আবুল কাশেম,গাজীপুর জেলা কৃষকলীগের সদস্য মো.শরিফ মাহমুদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ, উপজেলার কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধাসহ , ইয়াসিন বাদল সাইফুল আসলাম, কৃষকলীগের নেতাকর্মীরা।
আষাড়িয়াবাড়ি এলাকার কৃষক বাহাদুর আলী জানান, কৃষকলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দেওয়ায় আমি খুব খুশি। এমনিতে শ্রমিক সংকট তার ওপর ঝড়-বৃষ্টি, আমি মহা দুশ্চিন্তায় ছিলাম। তারা ধান কেটে মাড়াই করে দেওয়ায় আমার ধান গুলো ঘরে তুলতে পারলাম।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।