ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশ উপজেলার দু:স্থ খেলোয়াড়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। সোমবার থানা কম্পাউন্ডে দেহিক দূরত্ব বজায় রেখে অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান ও বোরহানউদ্দিন থানার ওসি ম.এনামুল হক ওই খেলোয়াড়দের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।
বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানান, যেসব খেলোয়াড় খেলাধুলার মাধ্যমে এলাকার সম্মান বয়ে এনেছে অথচ করোনা পরিস্থিতিতে কষ্টে আছে তাঁদের থানা-পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।ওই সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামছুদ্দিন পঞ্চায়েত সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।