জনপ্রিয় ইসলামিক স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। যারা কোরআন ও ইসলামের কথা বলে, তারা ধর্ম ব্যবসায়ী নয়। আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না, আলেমবিদ্বেষী হবেন না। তাহলে দুনিয়া ও আখেরাত দুটিই ধ্বংস হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এক বিশাল তাফসির মাহফিলে লাখো মানুষের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "ইসলাম ছাড়া আমরা অন্য কিছু মানবো না, ইসলামবিরোধী কোনো মতবাদ গ্রহণযোগ্য নয়"। ইসলামকে কেউ দমন করতে পারবে না, কারণ ইসলাম চারা গাছের মতো—যত চাপ প্রয়োগ করা হবে, ততই তা বিকশিত হবে।
বিশ্বাসের গুরুত্ব তুলে ধরে ড. আজহারি বলেন, বিশ্বাস ছাড়া দুনিয়া চলে না। স্বামী-স্ত্রীর সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ—সবকিছুই বিশ্বাসের ওপর টিকে থাকে। একজন ঈমানদার বেঁচে থাকলে আল্লাহ পৃথিবী ধ্বংস করেন না। ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়, আর যারা ঈমান এনেছে, তারাই সফলকাম।
মিথ্যার ব্যাপারে তিনি বলেন, "মিথ্যা মহাপাপ, এটি মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়"। মোবাইল ফোন ও প্রযুক্তির ব্যবহারের ফলে সমাজে মিথ্যার প্রচলন বেড়ে গেছে। আদালতে মিথ্যা সাক্ষ্যের কারণে অনেক নিরপরাধ ব্যক্তি ফাঁসির দড়িতে ঝুলেছেন। অথচ আমাদের নবী মুহাম্মদ (সা.) জীবনে একবারও মিথ্যা বলেননি।
তিনি ধৈর্যের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, "ধৈর্যই হলো সফলতার মূল চাবিকাঠি"। বিপদে ধৈর্যধারণ করলে আল্লাহ উত্তম ফল দেন। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন, আর তারাই সফলতা অর্জন করে।
ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ ছিল জনসমুদ্রে পরিণত। সকাল থেকেই লাখো মানুষের ঢল নামে। মোবাইল নেটওয়ার্ক সংকটে পড়লে বাংলালিংক অস্থায়ী টাওয়ার স্থাপন করে।
মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামিক দলের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় ১০ লক্ষাধিক মানুষ মাহফিলে অংশ নেন। মাহফিলের সার্বিক নিরাপত্তায় বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার ভিডিপি মোতায়েন ছিল।
শতবর্ষী আলেম হাফেজ মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও আয়োজক কমিটির নেতারা।
মাহফিলে প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ শাইখ শাহ ওয়ালী উল্লাহ, শাইখ মুহাম্মদ জামাল উদ্দিন ও মাওলানা মনিরুল ইসলাম মজুমদার বয়ান করেন।
ড. মিজানুর রহমান আজহারি মঞ্চে উপস্থিত হলে আয়োজক কমিটি, ইসলামিক সংগঠন ও বিএনপির নেতারা ফুলেল শুভেচ্ছা জানান। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা মাহফিলের শেষে বিশাল দোয়ার মাধ্যমে তা সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।