বরিশালে ক্লু-লেস হত্যা মামলার ৬ আসামী আটক

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৮ অপরাহ্ন
বরিশালে ক্লু-লেস হত্যা মামলার ৬ আসামী আটক

বরিশাল জেলার উজিরপুরে মাহবুব হাওলাদার হত্যা মামলায় ৬ আসামীকে আটক করেছে জেলা পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন এ তথ্য জানান।


তিনি জানান, গত ৩১ জানুয়ারি উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামের সেকান্দার আলী হাওলাদারের ছেলে মোঃ মাহবুব হাওলাদার (৫০) খেয়া পারাপারের ট্রলারসহ নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর, ১ ফেব্রুয়ারি তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। এরপর, পরিবারের সদস্যদের কাছে একটি ফোন কল আসে, যাতে মাহবুবের মুক্তির দাবী করা হয়। সেই ফোনকলের সূত্র ধরেই বাবুগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করে। তাদের স্বীকারোক্তির পর, আরও ৪ জনকে আটক করা হয়।


আটককৃতরা পুলিশকে জানায়, তারা মাহবুবকে অপহরণ করে, তার হাত ও পায়ের সাথে ইট বেঁধে বাবুগঞ্জের তিন নদীর মোহনায় ফেলে দেয়। তাদের স্বীকারোক্তি অনুসারে ১১ ফেব্রুয়ারি পুলিশ ফায়ার সার্ভিস টিমের সহায়তায় ঘটনাস্থল থেকে মাহবুব হাওলাদারের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।


এদিকে, পুলিশ আটককৃতদের বরিশাল আদালতে সোপর্দ করেছে। সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান এবং ডিএসবি ইন্সপেক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন।