বরিশালে নব্য জেএমবির সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: রবিবার ৯ই ফেব্রুয়ারি ২০২০ ০৫:২১ অপরাহ্ন
বরিশালে নব্য জেএমবির সদস্য গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবি’র সক্রিয় সদস্য আবু নাঈম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশের এন্ট্রি টেরোরিজম ইউনিটের সদস্যরা।

এঘটনায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২৩) এর ৮/৯/১০/১৩ ধারায় আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছে এটিইউ। গ্রেফতারকৃত জেএমবি সদস্য নাঈমের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কথিত ইসলামের নামে রাষ্ট্র বিরোধী বিভিন্ন জেহাদী বই, মোবাইল ফোন, সীমকার্ডসহ বিভিন্ন তথ্য উপাত্ত। দশ দিনের রিমান্ড আবেদন জানিয়ে রবিবার সকালে জেএসবি’র সদস্য আবু নাইমকে আদালতে প্রেরণ করা হয়েছে।  

অর্গানাইসড ক্রাইম ফরেনসিক ও টেরর ফিনান্স উইং এন্ট্রি টেরোরিজম ইউনিট (এটিইউ) বা কাউন্টার টেরোজিম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উজ্জামানের নেতৃত্বে ১০ দসদ্যর একটি দল ঢাকা থেকে শনিবার বিকেলে সরাসরি আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জসীম উদ্দিন সেরনিয়াবাতের মালিকানাধীন মেসার্স মা মেডিকেল হল নামের ঔষধের দোকানে অভিযান চালিয়ে নব্য জেএমবির সদস্য আবু নাঈমকে (২০) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবু নাঈম গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের নজরুল ইসলাম মোল্লা ও তানিয়া আক্তারের ছেলে এবং সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ছাত্র। নাঈম উল্লেখিত ঔষধের দোকানে কর্মচারীর হিসেবে কাজ করত। তার বাবা নজরুল ইসলাম নগরবাড়ি রোডে একটি ছোট চায়ের দোকান পরিচালনা করত। নাঈমের পরিবার পূর্বে উজিরপুর উপজেলায় বসবাস করত।    

ইনিউজ ৭১/এম.আর