হিজলায় জিয়া ফাউন্ডেশনের শিক্ষা অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৮ই ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩২ অপরাহ্ন
হিজলায় জিয়া ফাউন্ডেশনের শিক্ষা অনুদান প্রদান

বরিশালের হিজলা সরকারি কলেজের হাসান মাহমুদ নামে রাষ্ট্র বিজ্ঞানের এক শিক্ষার্থীকে শিক্ষা অনুদান প্রদান করেছে শহীদ জিয়া ফাউন্ডেশন। হিজলা সরকারি কলেজে অধ্যক্ষের কক্ষে ৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টায়, শিক্ষার্থী হাসান মাহমুদের হাতে নগদ অর্থ তুলে দেন, শহীদ জিয়া ফাউন্ডেশনের পক্ষে এডভোকেট হেলাল। এসময় উপস্থিত ছিলেন, হিজলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক তপন কুমার সিকদার।

এডভোকেট হেলাল ইনিউজ৭১কে জানান, শিক্ষার্থীর বাবা আলাউদ্দিন খান ছিলেন, হিজলা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সাধারণ সম্পাদক। ২০০১ সালের ২৪ জুন রাতে দূর্গাপুর বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় তাকে হত্যা করা হয়েছিল। সেই আলাউদ্দিন খানের সন্তানের টাকার অভাবে শিক্ষা কার্যক্রম যাতে বিঘ্নিত না হয়, সে জন্যই তারেক জিয়ার নির্দেশে   শহীদ জিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে শিক্ষার্থী হাসান মাহমুদের হাতে নগদ অর্থ তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি আরো জানান, বিএনপির যেসকল নেতা কর্মিগণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গুম এবং খুন হয়েছে তাদের পরিবারের পাশে আছে এবং থাকবে শহীদ জিয়া ফাউন্ডেশন। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক ফারুক খান, উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরী, উত্তর জেলা মৎস্য দলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ বিশ্বাস, বরিশাল স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আঃ হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম নবু হাওলাদার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব