প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২১
দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে নিয়ে মিজানুর রহমান আজহারী ওয়াজ করার সময় তাকে গ্রেপ্তার না করে শরিয়ত বয়াতিকে গ্রেপ্তার করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।
শনিবার বিকালে, রাজবাড়ী শহরের রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে ওয়ার্কার্স পার্টির ২১ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, 'বাংলাদেশে ধর্ম নিয়ে খেলা শুরু হয়েছে। সদ্য অনুষ্ঠিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে এই চিত্র দেখা গেছে। গণতন্ত্রকে অর্থবহ করে তুলতে হলে জনগণের ভোটের প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে হবে।'