ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল প্রেসক্লাবে চারটি উপজেলার সাংবাদিকদের তিন দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ। প্রশিক্ষণটির সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি’র সহকারি প্রশিক্ষক শাহ আলম সৈকত। উল্লেখ্য প্রশিক্ষণে টাঙ্গাইল জেলার ভূঞাপুর, গোপালপুর, ধনবাড়ী ও সদর উপজেলার মোট ৩৫ জন প্রিন্ট এবং মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।