আগুনে ক্ষতিগ্রস্ত বনানীর বস্তিতে তাবিথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৮ই ফেব্রুয়ারি ২০২০ ০২:২৭ অপরাহ্ন
আগুনে ক্ষতিগ্রস্ত বনানীর বস্তিতে তাবিথ

বনানীর টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে গেছেন সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। এ সময় তিনি অভিযোগ করেছেন, বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটিও হয়। কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না। প্রতিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে।শনিবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বস্তি দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
ভোররাত পৌনে চারটার দিকে বস্তিটিতে আগুন লাগে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা এগারোটার দিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন তাবিথ আউয়াল। এ সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

ক্ষতিগ্রস্তদের পাশে থেকে আর্থিক অনুদানের আশ্বাস দিয়ে ঢাকা উত্তরে লড়াই করে হেরে যাওয়া এই মেয়রপ্রার্থী বলেন, অতীতে যেভাবে আপনাদের পাশে ছিলাম, এখনও আছি; ভবিষ্যতেও থাকবো।এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুকসহ বিএনপি সমর্থিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাবিথ আউয়াল।