দীঘিনালায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ১২:০০ পূর্বাহ্ন
দীঘিনালায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দীঘিনালা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  


গ্রেপ্তারকৃতরা হলেন—দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মধ্য বোয়ালখালী এলাকার মোমিন উদ্দিনের ছেলে মো. আফজাল হোসেন (৪৬) এবং উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মৃত আছমত আলীর ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৩)।  


পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি দায়ের করা এক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।  


দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, "আজকে আওয়ামী লীগের দু’জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাই আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।"  


তিনি আরও জানান, গত বছরের ৫ আগস্ট থেকে দীঘিনালা থানা পুলিশ বিভিন্ন মামলায় অন্তত ৪০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।  


স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। একাধিক মামলার জেরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।  


গ্রেপ্তারকৃত দুই নেতার পরিবারের সদস্যরা বলছেন, তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। তবে পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  


এই ঘটনার পর দীঘিনালার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দ্রুত গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন।