উচ্চশিক্ষার সুযোগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন। এর আগে ফার্মগেট এলাকায় জড়ো হয়ে তারা মিছিলসহকারে শাহবাগে যান। দাবি পূরণের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর জানান, গত ২২ জানুয়ারি শাহবাগে গণজমায়েতের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ৭ দিনের মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ফলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছেন।
জানা গেছে, দেশে বর্তমানে ১৬টি সরকারি ও প্রায় ২০০টি বেসরকারি ম্যাটস রয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) তথ্যানুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৬০ হাজার ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থী রয়েছে, আর নিবন্ধিত ডিপ্লোমা মেডিকেল ফিজিশিয়ান (ডিএমএফ) আছেন প্রায় ৩০ হাজার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, প্রায় ৫ হাজার ৫০০ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে। ফলে ৫০ হাজারেরও বেশি ডিপ্লোমা মেডিকেল পাসকৃত শিক্ষার্থী বেকার হয়ে পড়েছেন। অথচ স্বাস্থ্য বিভাগে প্রায় ২,৫০০টি পদ শূন্য রয়েছে। এতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।
তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে— উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা, অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ, সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নতুন পদ সৃষ্টি, চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে এক বছরের ইন্টার্নশিপ পুনর্বহাল এবং ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন।
শিক্ষার্থীরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদের দাবি বাস্তবায়নে আন্তরিক নয়। তারা যদি দ্রুত কার্যকর সিদ্ধান্ত না নেয়, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।
শাহবাগ মোড় অবরোধের ফলে আশপাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে অনড় থাকলেও প্রশাসন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।