প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ৩:২০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসায় দুই শিশু কন্যাসহ মাকে হত্যা করার দায় স্বীকার করেছে গ্রেপ্তার আব্বাস। শ্যালকের চড়-থাপ্পড়ের প্রতিশোধ নিতেই শ্যালিকা নাজনীন ও তার দুই মেয়েকে খুন করে সে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিন রাতেই এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন আর রশীদ এ কথা জানান। আব্বাস পটুয়াখালী জেলা সদরের পইক্কা গ্রামের আবুল কালামের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকত। পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ইয়াবায় আসক্ত।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব