খাগড়াছড়িতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ৩রা জানুয়ারী ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন
খাগড়াছড়িতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক আটক

খাগড়াছড়ি সদর উপজেলার নিউজল্যান্ড পাড়া এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ শান্ত মল্লিক (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।  


নির্বাহী ম্যাজিস্ট্রেট বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে গঠিত রেইডিং দল যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে শান্ত মল্লিককে আটক করে। তিনি খাগড়াছড়ি সদরের নিউজল্যান্ড পাড়ার বাসিন্দা তপন মল্লিকের ছেলে।  


অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিদ্যুৎ বিহারী নাথ জানান, মোবাইল কোর্টের মাধ্যমে আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। শান্ত মল্লিককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।  


তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। খাগড়াছড়িতে মাদকের অপব্যবহার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।  


স্থানীয়দের মতে, নিউজল্যান্ড পাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকের কারবার চলছিল। এ ধরনের অভিযান এলাকায় মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।  


মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা এই ধরনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।