কক্সবাজারের টেকনাফ নাফনদী সীমান্ত দিয়ে মাদক পাচারের সময় দুই লাখ ত্রিশ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি মায়ানমারের মংডু শহরের নাফফোরা এলাকার মৃত সালেহ আহমদের ছেলে আব্দুর শুক্কুর (২১)।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় বিজিবি হ্নীলা বিওপির দায়িত্বাধীন বিআরএম-১৩ সীমান্ত এলাকা থেকে টহল চলাকালীন এই অভিযান পরিচালনা করে। সন্দেহজনক গতিবিধি দেখে দু’জন ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে একজন পালিয়ে যায় এবং অপরজনকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় মোট দুই লাখ ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা বহন করে বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের কাজে লিপ্ত। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মায়ানমারের রাখাইন রাজ্যের অস্থির পরিস্থিতির কারণে বিজিবি টেকনাফ সীমান্তে টহল এবং নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে। মাদক চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বশীল কর্মকর্তারা।
অভিযানটি বিজিবির সাম্প্রতিক সফলতাগুলোর মধ্যে একটি, যা সীমান্ত অঞ্চলে মাদক পাচার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় জনগণ বিজিবির এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।