খাবারে চেতনানাশক, কলাপাড়ায় দুর্বৃত্তদের লুটপাট

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ০৬:৫৩ অপরাহ্ন
খাবারে চেতনানাশক, কলাপাড়ায় দুর্বৃত্তদের লুটপাট

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক পরিবারের খাবারে চেতনানাশক মিশিয়ে ২ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার এবং ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের ছয় সদস্য গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের আব্বাস হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে আব্বাস হাওলাদারের পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাদের ঘুম না ভাঙায় প্রতিবেশীরা বিষয়টি লক্ষ্য করেন এবং বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘুম থেকে তোলেন।


ঘুম থেকে উঠে তারা দেখতে পান, দুর্বৃত্তরা ঘরের টিনের বেড়া কেটে প্রবেশ করে নগদ ২ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার এবং ৫টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। পরিবারের সদস্যদের অসুস্থ অবস্থায় কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।


পরিবারের সদস্যদের ধারণা, খাবারে চেতনানাশক মিশিয়ে তাদের অচেতন করা হয়েছিল, যার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা এই লুটতরাজ চালায়।


কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, "বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"