নৌবাহিনীকে আধুনিক শক্তিতে পরিণত করার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ-নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: রবিবার ১লা ডিসেম্বর ২০২৪ ০৩:৪৩ অপরাহ্ন
নৌবাহিনীকে আধুনিক শক্তিতে পরিণত করার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ-নৌবাহিনী প্রধান

বাংলাদেশের নৌবাহিনী প্রধান, এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, দেশের সামরিক শক্তি এবং সমুদ্রভিত্তিক অর্থনীতির অগ্রগতির জন্য বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক প্রযুক্তি এবং যুগোপযোগী সক্ষমতায় শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের অংশ হিসেবে নৌবাহিনীতে নতুন যুদ্ধজাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার, স্পেশাল ফোর্সসহ নানা আধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে।


রবিবার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনীর বি/২০২৪ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান প্যারেড পরিদর্শন ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের পুরস্কৃত করেন।


এডমিরাল নাজমুল হাসান বলেন, "বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" তিনি আরও বলেন, "নতুন জাহাজ, যুদ্ধ সরঞ্জাম এবং নাবিকদের দক্ষতা বৃদ্ধির জন্য পরিকল্পনা অনুযায়ী নৌবাহিনীতে উন্নত প্রযুক্তি সংযোজনের কাজ চলমান রয়েছে।"


নতুন ঘাঁটি, জাহাজ নির্মাণের পাশাপাশি উন্নত প্রযুক্তির UAV ও Landing Craft Tank (LCT) শিগগিরই নৌবাহিনীতে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া, খুলনা শিপইয়ার্ডে নির্মিত পাঁচটি প্যাট্রোল ক্রাফট ইতোমধ্যে নৌবাহিনীর জাহাজ বহরে যুক্ত হয়েছে।


নৌবাহিনী প্রধান আরও বলেন, "দেশের নিরাপত্তা ও অগ্রগতিতে সফল ভূমিকা রাখতে হলে আমাদের নাবিকদের দক্ষ, চৌকস ও প্রশিক্ষিত হতে হবে।" নবীন নাবিকদের জন্য তিনি আহ্বান জানান, তারা নিজেদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ সেবার পবিত্র দায়িত্ব পালন করবেন এবং সমুদ্রসীমা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।


অনুষ্ঠানে বিশেষ পুরস্কার লাভ করেন মোঃ এ কে এম শাহাদত হোসেন সাদী, যিনি 'নৌপ্রধান পদক' অর্জন করেন। এছাড়া, মোঃ শাহীনুর আলম শিমুল ও সাব্বির রহমান যথাক্রমে 'কমখুল পদক' এবং 'শের-ই-বাংলা পদক' লাভ করেন।


এছাড়া, অনুষ্ঠানে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।