দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকার ৭ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
ফলে উল্লিখিত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযান চালক ও যাত্রীদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, আবহাওয়া অফিসের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
এছাড়া, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে জলাবদ্ধতার সৃষ্টি, নিম্নাঞ্চলে পানি জমে থাকা এবং দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।