প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২১:৫২
কক্সবাজারের টেকনাফে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মুক্তিপণের টাকা রেখে আসার পর একজন মাছ ব্যবসায়ী শনিবার বিকেলে ফিরে এসেছেন। তিনি হলেন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকার মাহমুদুল হক (৩৮), মোহাম্মদ ইসলামের ছেলে। গত ১৮ আগস্ট সকালে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।