হিজবুল্লাহ উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ২০০ রকেট ছুঁড়েছে

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৮ই অক্টোবর ২০২৪ ১২:১৯ অপরাহ্ন
হিজবুল্লাহ উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ২০০ রকেট ছুঁড়েছে

উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৭৫টি রকেট ছুঁড়েছে। এই হামলার লক্ষ্যবস্তু হিসেবে উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, এক্রে এবং ক্রায়ট শহরগুলো চিহ্নিত করা হয়েছে।


ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে জানানো হয়েছে, রকেট হামলাগুলোর অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দ্বারা ধ্বংস করা হয়েছে। যদিও কিছু রকেট ধ্বংস করা সম্ভব হয়নি, তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


এটি এমন সময়ে ঘটেছে যখন ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের এক বছর পূর্ণ হচ্ছে। হামাসও সোমবার তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


ইসরায়েলি বাহিনী গত ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে, যার উদ্দেশ্য হলো হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো এবং সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা। গত দুই সপ্তাহের মধ্যে এই অভিযানে ১ হাজার ২৫১ জন নিহত এবং ৩ হাজার ৬১৮ জন আহত হয়েছে। এছাড়া ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং কয়েকজন শীর্ষ কমান্ডারও অন্তর্ভুক্ত রয়েছেন।


এই হামলার পটভূমিতে বলা হচ্ছে, ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে সংঘাত আরও তীব্র হতে পারে। হিজবুল্লাহর রকেট হামলা ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি ঘটাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি উত্তেজনার সৃষ্টি করছে। 


এদিকে, আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির অবনতি প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে, যাতে এই সংঘাতের ফলে আরো বেশি মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।