আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের ইন্দুরকানীতে ৩টি পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (৪ মার্চ) বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমার শেষে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনার পর এ উপজেলায় প্রায় আড়াই ডজন প্রার্থীর সাড়া মিললেও শেষ পর্যন্ত আওয়ামীলীগ ও শরীক দল জেপি সহ স্বতন্ত্র মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যড এম মতিউর রহমান, জাতীয় পার্টি জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ শাহীন হাওলাদার।
এছাড়া চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সেলিম ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফায়জুল কবির তালুকদার। ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের-সহ সভাপতি মাহামুদুল হক দুলাল, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খান, জাতীয় পার্টি জেপির উপজেলা সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন বাগা ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ইকরামুল শিকদার। অপরদিকে উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী দিলরুবা মিলন, উপজেলা জাতীয় পার্টি (জেপির) মহিলা পার্টির সধারন সম্পাদিকা সুলতানা রাজিয়া রানী এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা মরহুম দেলোয়ার হোসেনের মেয়ে দিলারা পারভিন লাভলী মহিলা ভাইস-চেয়ারম্যন পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।