কলাপাড়ায় জাতীয় গনমাধ্যম ইনস্টিউট’র টেকনিকস অব নিউজ রিপোটিং অন নিউনাটাল হেলথ ইসু ফর মিডিয়া প্রফেসনাল বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটার ইলিশ পার্কে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে এ কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন ইনস্টিউট’র প্রশিক্ষন পরিচালক মো. নজরুল ইসলাম। এ কর্মশালায় রিপোটিং বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন গণমাধ্যম ইনষ্টিটিউটের উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ জাহিদুল ইসলাম। ক্যামেরা ও লাইটিং বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন ইনস্টিটিউটের ক্যামেরা বিভাগের সহকারি পরিচালক মাসুদ মনোয়ার ভূইয়া।
কর্মশালার সমাপনী দিনে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক জাহিদ রিাপন, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি এ এম মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম প্রমুখ। সবশেষে কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় কলাপাড়ায় কমর্রত ইলেকট্রনিক্সও প্রিন্ট মিডিয়ার ৩০ জন গণমাধ্যমকর্মীকে ‘নবজাতকের স্বাস্থ্য সমস্যার ওপর সংবাদ লেখার কৌশল’ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।