বাংলাদেশে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী। প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন, যেকোনো সময় প্রয়োজনে ডাকলে, অর্ডার দিলে বাংলাদেশে ছুটে আসব। সোমবার (৪ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। দেবী শেঠী বলেন, বিএসএমএমইউর চিকিৎসকরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ওবায়দুল কাদেরকে সঠিক চিকিৎসা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দেবী শেঠীর সঙ্গে ছিলেন বিএসএমএমইউ’র হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান।
তিনি জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেবী শেঠীর সাক্ষাৎ হয়েছে। মোস্তফা জামান বলেন, গতকাল রাত ১টায় যখন দেবী শেঠীকে আমি প্রধানমন্ত্রীর ইচ্ছার কথা জানিয়ে ওবায়দুল কাদেরকে দেখতে বাংলাদেশে আসার নিমন্ত্রণ জানাই তখন তিনি সম্ভব হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন। তার ইচ্ছার কথা প্রধানমন্ত্রীকে জানালে তিনি সম্মতি দেন। আজ বেলা আনুমানিক ১টার দিকে দেবী শেঠী বিএসএমএমইউতে ওবায়দুল কাদেরকে দেখে সিঙ্গাপুরে পাঠানোর পক্ষে মত দেন। এরপর বিকেলে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের উদ্দেশে নেয়া হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেবী শেঠীকে বলেন, তার জন্য হোটেল বুকিং করা হয়েছে। প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশে দু-একদিন থেকে বেড়িয়ে দেখার কথা জানান। ডা. জামান আরও জানান, স্বল্প সময়ের জন্য বাংলাদেশে এসে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিকেলেই ভারতে ফিরে যাচ্ছেন ডা. শেঠী। তিনি জানান, যতদূর জেনেছি ডা. শেঠী নিজস্ব বিমান ফেলকন ২০০০ নিয়ে এসেছেন। তিনি দেবী শেঠীকে বিমানবন্দরে উঠিয়ে দিতে রওনা হয়েছেন। বিকেলেই তার ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।