ছাত্র আন্দোলনে অবরুদ্ধ ঢাকা, তীব্র যানজটে ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ১৬ই জুলাই ২০২৪ ০৩:৩১ অপরাহ্ন
ছাত্র আন্দোলনে অবরুদ্ধ ঢাকা, তীব্র যানজটে ভোগান্তি চরমে

কোটা সংস্কারের দাবিতে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়েছে গোটা নগরী। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।


মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে রাজধানীর কুড়িল, মোহাম্মদপুর, উত্তরা ও বাড্ডাসহ আরও বেশ কয়েকটি এলাকায় এলাকার রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন তারা।


এতে বিপাকে পড়েছেন জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে তাদের। রাস্তা অবরুদ্ধ থাকায় পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেউ কেউ।


সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও বয়স্করা। তারা বলছেন, রাস্তা অবরোধের কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা। ভোগান্তিতে পরিবহন শ্রমিকরাও। তারা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা রাস্তা অবরোধ থাকায় যাত্রী পাচ্ছেন না তারা।