
প্রকাশ: ১০ জুন ২০১৯, ১৯:১৮

কৃষি শুমারি ২০১৯ উপলক্ষে নিজের কৃষি পণ্যের তথ্য-উপাত্ত প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের উপস্থিতিতে তিনি এ তথ্য-উপাত্ত দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, কৃষি শুমারির অংশ হিসেবে গণনাকারীরা রাষ্ট্রপতির কাছ থেকে খাদ্যশস্য, মৎস্য ও পশুসম্পদ, ভূমি ব্যবহার, আবাদি জমির পরিমাণ, হাঁস-মুরগির সংখ্যা, কৃষি যন্ত্রপাতি, খাদ্য নিরাপত্তা সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কৃষি শুমারি খুবই গুরুত্বপূর্ণ কর্মসূচি বলে উল্লেখ করেন। শুমারি চলাকালে প্রকৃত ও সঠিক তথ্য সংগ্রহ করতে তিনি গণনাকারীদের উপদেশ দেন।


ইনিউজ ৭১/এম.আর