ভোলার বোরহানউদ্দিন পৌর শহরে ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শনিবার বিকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মোছা. খালেদা খাতুন রেখার এর নেতৃতে ওই অভিযান পরিচালিত হয়। ওই সময় মৌসুমী চার-পাঁচ দোকানী ফল ফেলে লাপাত্তা হয়ে যায়। পরে কাঁচা ফল পাকিয়ে বিক্রির দায়ে ওই ফল জব্দ করে ধ্বংশ করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পৌর শহর ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল, অতিরিক্ত মূল্য নেয়া বিষয়ে সতর্ক করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স করা, নবায়ন ও এসব ডকুমেন্টস ব্যবসা প্রতিষ্ঠানে রাখার জন্য বলা হয়। বোরহানউদ্দিন উপজেলা খাদ্য পরিদর্শক মো. নাসিরউদ্দিন ওই সময় সাথে ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।