কারাগারে অসহায়-দুস্থ বন্দিদের ঈদের পোশাক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে মে ২০১৯ ০৭:২৭ অপরাহ্ন
কারাগারে অসহায়-দুস্থ বন্দিদের ঈদের পোশাক বিতরণ

জেলা কারাগারে অবস্থানরত অসহায় ও দুঃস্থ বন্দিদের মাঝে ঈদ উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা কারাগারে অনুষ্ঠিত অসহায় ও দুঃস্থ কারা বন্দিদের মধ্যে ২০৫ জন পুরুষ ও ১৯ জন মহিলার মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি পিরোজপুর এর উদ্যোগে সমাজসেবা অধিদফতর প্রবেশন কার্যাল এর আয়োজন করে।

 এসময় ঈদবস্ত্র উপহার হাতে তুলে দিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক এ, কে আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেল সুপার মোঃ শামীম ইকবাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আব্দুল হাকিম হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা সমীর কুমার বাচ্চু, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সাংবাদিক শফিউল হক মিঠু ও হাসান মামুন উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব