
তীব্র কালবৈশাখী ঝড়ে রাজধানীসহ সারাদেশে ঝড় ও বজ্রপাতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় ঝড়ের কবলে পড়ে তিনজনের মৃত্যু হয়। শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ ঝড় শুরু হলে বায়তুল মোকাররমের গেটে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য করা প্যান্ডেল ভেঙে পড়ে। এতে আটকা পড়েন প্রায় অর্ধশত মুসল্লি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় আহত ১৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক। মৃত ব্যক্তি হলেন, শফিকুল ইসলাম (৪৭)। তার বাবার নাম মৃত জনাব আলী।
শফিকুলের শ্যালক সাইফুল ইসলাম জানান, তারা রাজধানীর কদমতলী পোস্তগোলা এলাকার একটি টায়ার কারখানায় কাজ করেন এবং সেখানেই থাকেন। এদিন তারা বায়তুল মোকাররম মসজিদে ইফতার শেষে মাগরিবের নামাজে দাঁড়ান। সে সময় ঝড় শুরু হলে প্যান্ডেলটি ভেঙে পড়ে। এতে তারা দুজনই আহত হন। আহতরা হলেন, পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) শরীফুল ইসলাম, মুসল্লি বদিউজ্জামান রুবেল, বিপ্লব, আব্দুল কুদ্দুস, জানে আলম, শফিকুর রহমান সবুজ, মনির হোসেন, তারেক রহমান, মো. মাসুদ, জহিরুল ইসলাম, সজীব, আজগর হোসেন, আরিফুল ইসলাম, মো. হেলাল উদ্দিন। বাকিদের পরিচয় জানা যায়নি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব