চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ছে। তবে জেলার মধ্যে গাড়ি চললেও আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। জেলার গাড়িগুলো জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কোনোভাবেই জেলার সীমানা অতিক্রম করতে পারবে না। সিটির ক্ষেত্রেও সিটি পরিবহন সিটির বাইরে যেতে পারবে না। তবে দূরপাল্লায় বাস চলাচলের অনুমতি না দেওয়ায় খুশি নন গণপরিবহন মালিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এসম্পর্কে সংবাদমাধ্যমকে বলেন, ‘সরকার দোকানপাট শপিংমল সবই খুলে দিয়েছে। এছাড়া সিটির মধ্যে বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সিটিতে কয়টা গাড়ি চলে? সব তো দূরপাল্লার বাস।’
তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছি যাতে ঈদের আগে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেওয়া হয়। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন, আগামী ৬ মে থেকে ঈদকে সামনে রেখে জনস্বার্থ বিবেচনায় সরকার শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর ব্যাপারে সক্রিয় চিন্তা ভাবনা করছে। জেলার গাড়িগুলো জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কোনোভাবেই জেলার সীমানা অতিক্রম করতে পারবে না। সিটির ক্ষেত্রেও সিটি পরিবহন সিটির বাইরে যেতে পারবে না।