প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ১৭:৪২
যথাযোগ্য মর্যাদায় বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার ১৬ ডিসেম্বর সকাল ৭টায় বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাগণ, হিজলা থানা পুলিশ - নৌ পুলিশ, সরকারি হিজলা কলেজ ও সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়। এরপর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মুক্তিযোদ্ধা সংসদ ভবন স্মৃতি স্তম্ভে। উপজেলা চত্বরে সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে " জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজমা বেগম। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি।
মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, গণমাধ্যমকর্মি সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। আলোচনা সভার শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কারিজুল ইসলাম।